দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লিসবনে বিধ্বস্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে বলেছিলেন, সামনের পথচলায় ঘুরে দাঁড়াতে ক্লাবের সব পর্যায়ে পরিবর্তন প্রয়োজন। একই রকম কথা বলেন ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
তাদের বক্তব্যের পরই শুরু করে সেই পরিবর্তনের কাজ। সোমবার সন্ধ্যায় বরখাস্ত করা হয়েছে দলের কোচ কিকে সেতিয়েনকে। যিনি দলের সঙ্গে থাকতে পেরেছে মাত্র ছয় মাস। তাই বলার অপেক্ষা রাখেনা নতুন কোচের আগমন হচ্ছে। তাই নতুন কোচ হিসেবে কাকে দায়িত্ব দেবে বার্সেলোনা এই নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা গেছে মাউরিসিও পচেত্তিনো, রোনাল্ড কোম্যান, জাভি হার্নান্দেজ সহ আরও কয়েকজনের নাম।
তবে জানা গেছে, নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্বে রোনাল্ড কোম্যানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বার্সেলোনা। তাকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করবে বার্সেলোনা।
সেতিয়েনকে ছাঁটাই করে বার্সেলোনার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা ছিল, ‘বোর্ড ডিরেক্টররা একমত হয়েছেন যে, কিকে সেতিয়েনকে আর প্রধান কোচের ভূমিকায় রাখা হবে না। সিনিয়র দলের জন্য যে বিশাল পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে প্রথম সিদ্ধান্ত নেয়া হয়েছে কোচ সেতিয়েনকে বিদায় জানানোর।’
অন্যদিকে নতুন সম্ভাবনায় থাকা সেই কোম্যান চলতি সপ্তাহের শেষদিকে নিজ দেশের কোচিং দায়িত্ব ছেড়ে বার্সেলোনায় চলে আসবে এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। ৫৭ বছর বয়সী এই কোচের বিষয়টি জোড়ালো ভাবে আসার কারণ হচ্ছে এর আগেও বার্সার সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু ইউরো-২০২০ এর মাত্র পাঁচ মাস বাকি থাকায় নেদারল্যান্ডসের দায়িত্ব ছাড়তে চাননি এই কোচ।