দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্ব টেনিসের পরবর্তী প্রজন্মের তারকা কারা? ইতালিয়ান ওপেনে হারের পর এই নিয়ে মুখ খুললেন নোভাক জকোভিচ। জোকারের মতে তিনি নিজে, সঙ্গে রজার ফেডেরার আর রাফায়েল নাদালই থাকবেন পরবর্তী প্রজন্মেরও তারকা।
গতকাল নাদালের বিরুদ্ধে নিজের কেরিয়ারে ৫৭ নম্বর বার মুখোমুখি নেমেছিলেন ইতালিয়ান ওপেনের ফাইনালে। সেই ম্যাচে নাদালের কাছে হেরে গিয়েছেন জোকার। রাফা এ নিয়ে ১০ বার ইতালিয়ান ওপেনের খেতাব ঘরে তুলেছেন। ট্রফি না পেলেও জোকার কিন্তু বলে দিয়েছেন তিনি, ফেডেরার এবং নাদাল পরবর্তী প্রজন্মেও সমান প্রাসঙ্গিক। টেনিসের সেরা তিন তারকা এখনও দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। পরবর্তী প্রজন্মের নতুন মুখরা ফিটনেস, মেন্টালিটি, ট্রফি জেতার খিদেয় এখনও কয়েক যোজন পিছিয়ে তাদের তিনজনের চেয়ে।
এ বিষয়ে জোকার বলছেন, “পরবর্তী প্রজন্ম থেকে অনেক ভালো খেলোয়াড় উঠে আসছে সন্দেহ নেই। তারা নিজেদের যোগ্যতাও প্রমাণ করেছে। কিন্তু আমরা তিন জন এখনও নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছি, ফলস্বরূপ ম্যাচ জিতছি, গ্র্যান্ড স্লাম জিতছি। আমার তো মনে হয় দর্শকরা এখনও আমাদের খেলা দেখে একইরকম উপভোগ করছেন।”