দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জুন মাস থেকে শুরু হতে চলা কোপা আমেরিকা আয়োজিত হওয়ার কথা ছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনা দুটি দেশ মিলিয়ে। কিন্তু এবার কলম্বিয়াকে কোপা আয়োজনের দায়িত্ব থেকে বরখাস্ত করলো ল্যাটিন আমেরিকার ফুটবল ফেডারেশন। ফলে গোটা প্রতিযোগিতাটিই আয়োজিত হতে চলেছে দিয়েগো ম্যারাডোনার দেশে। করোনা কালে কলম্বিয়ান প্রেসিডেন্টের ইভান ডুকিউ-এর কিছু সিদ্ধান্তের জেরে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ কলম্বিয়ান মানুষ। তাদের প্রতিবাদের কারণে কলম্বিয়ার রাজনৈতিক পরিবেশ বর্তমানে অগ্নিগর্ভ। সম্প্রতি সেই দেশের ক্লাব ফুটবলের ম্যাচেও বার বার বাঁধা পড়ে প্রতিবাদী ভক্তদের বিক্ষোভের জেরে। স্থানীয় লিগের কিছু ম্যাচ কলম্বিয়া থেকে সরিয়ে প্যারাগুয়ে এবং ইকুয়েডরে নিয়ে যেতে হয়েছে এই বিক্ষোভের জেরে। এই অবস্থায় কোনওমতেই ওই দেশে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয় দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টটি বছরের শেষের দিকে আয়োজনের প্রস্তাবও নাকচ করে দিয়েছে তারা।
কিন্তু আর্জেন্টিনাতেও সম্প্রতি করোনা মহামারী মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চলতি সপ্তাহে সেদেশের করোনায় দৈনিক মৃত্যুহার ২০২১ সালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাছাড়াও যে ম্যাচ গুলি আয়োজিত হওয়ার কথা ছিল কলম্বিয়ায় সেগুলি আর্জেন্টিনার কোন শহরের কোন স্টেডিয়ামে আয়োজিত হবে তা এখনও ঠিক হয়নি। ফলে চলতি বছরে কোপা আমেরিকা আয়োজন বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে। তারা অবশ্য আশ্বাস দিয়ে রেখেছে গোটা প্রতিযোগিতা আয়োজন করতে তাদের কোনও সমস্যা হবে না।
ব্রাজিলিয়ান ফুটবলের ভক্তরা এই একটা জায়গায় নিশ্চিতভাবেই চাইবেন যাতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন নিজেদের এই লক্ষ্যে সফল হোক। কারণ চিরশত্রুদের দেশে ব্রাজিল কোপা আমেরিকা খেতাব পুনরুদ্ধার করবে এই দৃশ্যটা মনেপ্রাণে দেখতে চাইবেন তারা। তবে আর্জেন্টিনা, কলম্বিয়া আর উরুগুয়েও যথেষ্ট শক্তিশালী দল নিয়ে নামছে। কাজেই লড়াইটা বড্ড কঠিন।