দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ যা আশঙ্কা করা হয়েছিল, সেটাই শেষপর্যন্ত সত্যি হল। ২০২১ আইপিএল-এর অবশিষ্ট ম্যাচগুলি হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সংস্থাকেও এ খবর জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।
মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই আয়োজিত হবে এই প্রতিযোগিতা। প্রতিটি সদস্যই আমিরশাহিতে বাকি আইপিএল করার পক্ষে রায় দিয়েছেন। তবে সভায় এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও আলোচনা হয়নি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি-র কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি একান্তই ভারতে আয়োজন না করা যায় তবে সংযুক্ত আরব আমিরশাহিকেও ভেন্যু হিসাবে ভেবে রাখছে বিসিসিআই।
একের পর এক দলে করোনা ধরা পড়ায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। করোনার সাথে সাথে ভারতের ওই সময়ের আবহাওয়াও সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করার একটি বড় কারণ। হিসাব করে দেখা গিয়েছে যে সময় আইপিএল আয়োজিত হবে তখন ভারতে বর্ষার জন্য অনেকগুলি ম্যাচ বাতিল হয়ে যেতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোন তারিখে আইপিএল শুরু হবে তা এখনও স্পষ্ট করেনি বিসিসিআই।