দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সম্প্রতি আর্জেন্টিনায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে কোপা আমেরিকা প্রতিযোগিতাটি আর্জেন্টিনার বদলে ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। তাতে অবশ্য টুর্নামেন্ট জয়ের ব্যাপারে উৎসাহের অভাব দেখা যাচ্ছে না লিও মেসিদের মধ্যে। আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। তারপর থেকে আর কখনোই এই শিরোপা ছুয়ে দেখতে পারেনি তারা। যদিও ২০১৫ এবং ২০১৬ সালে পরপর দুই আসরেই তারা ফাইনালে গিয়েছিল এবং হেরেছিল দুইবারই। এইবার চিরশত্রুদের দেশে সেই প্রতিযোগিতা জিতে সেই দুই বারের আপসোস মেটাতে চান মেসিরা।
আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি তার কেরিয়ারে এখনো জাতীয় দলের হয়ে কোন শিরোপা জিততে পারেনি। তাই এবার কোপা আমেরিকা জিতে সেই আক্ষেপ মেটাতে মরিয়া মেসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি জাতীয় শিবিরে যোগ দিয়ে খুবই খুশি। এখন সময় ও পরিস্থিতি কঠিন। আমরা স্বাভাবিকভাবে ক্যাম্প করতে পারছি না, করোনার জন্য অনেক বিধিনিষেধ রয়েছে। তবে আমরা খুবই উত্তেজিত এবং ভালো ফল করার জন্য মুখিয়ে আছি।
সেই সঙ্গে মেসি আরও যোগ করেছেন “গত কোপা আমেরিকা আমরা ভালো খেলেছিলাম এবং ভালো খেলাকে সঙ্গে নিয়েই শেষ করেছিলাম। কিন্তু আমরা এবার কেবল তাতেই সন্তুষ্ট থাকতে চাই না। আমরা উন্নতি করতে চাই এবং আমরা জিততে চাই।”