দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর মাইতি বুধবার নভি মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। 67 বছর বয়সী এই প্রাক্তন ফুটবলারের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিলো। তাঁর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি ব্যাঙ্কক 1978 এশিয়ান গেমসে ইরাকের বিপক্ষে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, এর পাশাপাশি তিনি 1975 থেকে 1979 পর্যন্ত সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলেছিলেন। তিনি 1974 থেকে 1980 সাল পর্যন্ত মাফাতলাল স্পোর্টস ক্লাব এবং 1981 থেকে 1982 পর্যন্ত রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস (RCF) এর হয়ে খেলেছেন। অবসর গ্রহণের পরে তিনি আরসিএফ ফুটবল দলের কোচ হন।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল ভাস্কর মাইতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় বলেছেন, ‘ভাস্কর মাইতির মৃত্যুর সংবাদ শুনে খুব দুঃখিত। ভারতীয় ফুটবলে তাঁর অবদান খুব তাৎপর্যপূর্ণ ছিল। তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।”
ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাশও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রতিভাবান ভাস্কর মাইতি অনেকের কাছে অনুপ্রেরণা ছিলেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।”