দ্যা কলকাতা মিরর ব্যুরো : ইডেনে গার্ডেনে বসানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরো তিন কিংবদন্তির স্টাচু । তাঁরা হলেন পঙ্কজ রায় ,জগমোহন ডালমিয়া , সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী ।
ডালমিয়া BCCI ও ICC এর প্রেসিডেন্ট ছিলেন । ক্রিকেট প্রশাসক হিসাবে তিনি ছিলেন অন্যতম সেরা । পঙ্কজ রায় ভারতের কাপ্তাই হিসাবে লর্ডসে টস করেছিলেন ।সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক আর ঝুলন গোস্বামীও ভারতকে নেতৃত্ব দিয়েছেন । এবার তাঁদের স্ট্যাচু বসতে চলেছে ।
বছর দেড়েক আগেই CAB এর কার্যনির্বাহী কমিটির সভাতেই পাস হয়ে গিয়েছিলো এই প্রস্তাব । যেখানে নতুন মিউজিয়াম তৈরী হচ্ছে সেখানেই বসানো হবে এই স্ট্যাচু গুলি ।CAB জানিয়েছে গত মার্চে সাউথ আফ্রিকা খেলতে আসার কথা ছিল । দুই দেশের ক্রিকেটারদের উপস্থিতিতে স্ট্যাচু উন্মোচনের পরিকল্পনা ছিল । কিন্তু করোনা সব পরিকল্পনা বানচাল করে দেয় । জুন লোকডাউন উঠে গেলে এই বিষয়ে CAB আরো দ্রুত পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।
মোতেরার স্টডিয়ামের নতুন নাম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির নাম । দিল্লির ফিরোজ শাহ কতলাতে বসেছে প্রয়াত বিজেপি নেতা ও DDCA এর প্রেসিডেন্ট অরুন জেটলির মূর্তি ।