দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জিনেদিন জিদান চলে যাওয়ার পর তার জায়গায় নতুন হেভিওয়েট কোচ খুঁজছিল রিয়াল মাদ্রিদ। সেই কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন আন্তোনিও কন্তে। যাদের কোচ করতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ সেই তালিকায় কালকে অবধিও ছিলেন না কার্লো আনসেলোত্তি। কিন্তু কাল আচমকাই তার নাম ভেসে ওঠে এমন কিছু সময়ের মধ্যেই গত মরশুমে এভার্টনের দায়িত্বে থাকা ৬১ বছরের কোচকে দুই মরশুমের জন্য চুক্তিতে পরবর্তী কোচ হিসেবে নিশ্চিত করে মাদ্রিদ।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ অবধি রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন কার্লো আনসেলোত্তি। তার কোচিংয়ে ঐতিহাসিক দশম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বা “লা ডেসিমা” জিতেছিল রিয়াল। কিন্তু তার রিয়ালে দ্বিতীয় বছরটিতে কোনও বড় ট্রফি আসেনি ক্লাবে। তাই তাকে কোচিং থেকে ছেঁটে ফেলা হয়েছিল।
এবার সেই জিদানের চলে যাওয়ার পর আনসেলোত্তির হাতেই উঠলো যাচ্ছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব। যদিও সাম্প্রতিক পরিসংখ্যান খুব একটা ভালো নয় তার। বায়ার্নে গিয়ে আর পাঁচজন কোচের মত শুধু ঘরোয়া ট্রফিই জিতেছেন তিনি, পাননি ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ। নাপোলি আর এভার্টনে কোচিং করিয়েও কোনও সাফল্য নেই তার ঝুলিতে। এই অবস্থায় তার হাতে রিয়ালের দায়িত্ব ফের তুলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হলো সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।