দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বার্সেলোনাকে অপদস্ত করার পর অলিম্পিক লিঁও’র স্বপ্ন যাত্রা থামাল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে ৩-০ গোলে জিতে ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠল বাভারিয়ানরা।
অল ফ্রেঞ্চ ফাইনালের সম্ভাবনা শেষ করে শিরোপা নির্ধারণ লড়াইয়ে আগামী রবিবার পিএসজির মুখোমুখি হবে পাঁচবারের শিরোপাজয়ী বায়ার্ন। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লীগের সেমিতেও মুখোমুখি হয়েছিল দু’দল। সেবারও জয়ী দলের নাম বায়ার্ন।
পর্তুগালের লিসবনে গোলের প্রথম সুযোগটা পেয়েছিল লিঁও। মেমফিস ডেপেই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও মারেন সাইড নেটে। ১৭তম মিনিটে দ্বিতীয়বার সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ একাম্বি। নয়্যারকে তিনি পরাস্ত করতে পারলেও বাঁধা হয়ে দাঁড়ায় পোস্ট।
বড় মঞ্চে সুযোগ মিসের খেসারত দিতে হয় এটা অজানা ছিল না অলিম্পিক লিঁও’র। ১৮তম মিনিটেই লিড নিল বায়ার্ন। বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার সার্জ নাব্রি। ৩৩তম মিনিটে ব্যবধান বাড়ান নাব্রি। আসরে ৯ ম্যাচে ৯ গোল করলেন তিনি।
৮৮তম মিনিটে বায়ার্নের জয় নিশ্চিত করেন রবার্ট লেভানদোস্কি। আসরে ১৫তম গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। আর মৌসুমে ৫৫তম।
১১তম বারের মতো ইউরোপ সেরার মঞ্চে পা রাখল জার্মান চ্যাম্পিয়নরা। তাদের চেয়ে বেশিবার (১৭) ফাইনাল খেলার রেকর্ড আছে কেবল রিয়াল মাদ্রিদের।