দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যৎ বড় রকমের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। ইনভেস্টর গোষ্ঠী এবং সাবেক কর্তাদের মধ্যে ঠান্ডা লড়াইয়ে ক্লাবের ভবিষ্যৎ বিপন্ন। সমর্থকরা ভেঙে পড়ছেন, তাদের অভিযোগ কোনও পক্ষই এই পরিস্থিতিতে তাদের দিকটা ভেবে দেখছে না। এত সবকিছুর মধ্যেই নিজেদের মানব কল্যাণ মূলক উদ্যোগ থেকে সরে আসেনি ইস্টবেঙ্গল ক্লাব। বিশ্ব পরিবেশ দিবসে নানান কর্মসূচি মাথায় রেখে এগোচ্ছেন তারা।
গতকাল, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। সে দিন ক্লাব তাঁবুতে বৃক্ষরোপন করা হবে। একই সঙ্গে যশ ঘূর্ণিঝড় ও করোনা অতিমারিতে বিপর্যস্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে লাল-হলুদ। অনেকেই মনে করছেন নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে সমর্থকদের একটি বিশাল বড় অংশের চোখের বিষ হয়ে উঠছেন কর্মকর্তারা, তাই সেই সমস্ত দিক সামাল দিতেই এই উদ্যোগ তাদের। কালকের ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় ও বাংলার রঞ্জি জয়ী প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
এর আগে যশের বিরুদ্ধে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিয়েছিল ইস্টবেঙ্গল। এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে অনেক আগে থেকেই ময়দানের দুঃস্থ, অসহায় ও ভবঘুরে মানুষ এবং ময়দানের সব তাঁবুতে থাকা কর্মীদের জন্য খাওয়ারের ব্যবস্থা করেছিল লাল হলুদ ক্লাব। আর এবারের নতুন উদ্যোগে একটি ওয়েলফেয়ার কমিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে মাঠে নামছেন কর্তারা। কিন্তু এই সমস্ত কর্মসূচি পালন করেও কি তারা সমর্থকদের অভিযোগ গুলো এড়াতে পারবেন। উত্তরটা হয়তো সময় দেবে।