দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা আবহে একদিকে যেমন ক্রমাগত অসহায় মানুষ। তেমনই এই সময় দেখেছে বেশকিছু মানবিক মুখ। এগিয়ে এসেছেন, তারকা ক্রিকেটার, চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে সকলেই। এবার ফের একবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। এর আগেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ। কখনো দুস্থদের উদ্দেশ্যে দান করেছেন চাল, কখনো বা ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়েছেন হাসপাতাল হাসপাতালে। কখনো বা হাত বাড়িয়ে দিয়েছেন রেড ভলেন্টিয়ার্সদের দিকেও। এখন কোভিডে সবচেয়ে বড় মহার্ঘ বিষয় হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিন। আর তাই সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিলেন দাদা।
আগামী ১৩ জুন বেহালা চৌরাস্তার মোড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির কাছেই দুঃস্থ মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হবে তার উদ্যোগে। জানানো হয়েছে, প্রথম দফায় প্রায় দেড়শ জনকে টিকাকরণ করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। সৌরভের বাড়ি লাগোয়া যে অফিস রয়েছে সেখানেই করা হয়েছে টিকাকরণের ব্যবস্থা। জানানো হয়েছে ১৮ বছরের উর্ধ্বে যে কেউ টিকা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। প্রথম ডোজের নেওয়ার পর ৮৪ দিন হয়ে গেলে দ্বিতীয় ডোজ সরাসরি নেওয়া যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সংগঠনের মারফত।
এর জন্য সোশ্যাল মিডিয়ায় নাম নথিভুক্ত করতে যোগাযোগ করতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় সেক্রেটারির সাথে। দেওয়া হবে কোভিশিল্ড টিকা। টিকা নিয়েই এখন হাহাকার চলছে দেশে। পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হচ্ছেনা কোন রাজ্যকেই। আর সেই কারণে নানা ক্ষেত্রে তৈরি হচ্ছে কালোবাজারিও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরে আসতে হচ্ছে অনেককে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নয়া উদ্যোগে এ বিষয়ে কিছুটা সুরাহা হবে বলেই মনে করছেন সকলে।