দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অফস্পিনার হরভজন সিংহ শুক্রবার চেন্নাই সুপার কিংস দলের সাথে দুবাই রওনা হবেন না। মা অসুস্থ থাকায় হরভজন এখনই দলের সাথে যেতে পারবেন না, খবরে এমনটাই বলা হয়েছে।
হরভজন বর্তমানে চেন্নাইতে চলা সিএসকে-র পাঁচ দিনের স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্পেও যোগ দেন নি। হরভজন এ সম্পর্কে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন এবং দু’সপ্তাহ পরে তিনি দুবাই পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।
হরভজন চেন্নাই সুপার কিংস দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। ২০১৮ আইপিএল নিলামে তাকে ২ কোটি টাকার বেস প্রাইজে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছিল। তিনি এখনো পর্যন্ত ১৬০ টি আইপিএল ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন। গত মরশুমে তিনি সিএসকে-র পক্ষে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন।
আইপিএলের ১৩তম আসরটি ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। দুবাইয়ের মন্থর পিচে এই কারণেই সিএসকের জন্যে হরভজনের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শারদুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের শিবিরের অংশ না হলেও তারা দুবাই যাওয়ার আগে দলের সাথে যোগ দেবেন।