দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে চিলির বিরুদ্ধে জয় পাওয়া হয়নি আর্জেন্টিনার। ম্যাচে প্রথমে মেসির পেনাল্টিতে এগিয়ে গেলেও পরে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি আর্জেন্টিনার। আলেক্সিস স্যাঞ্চেজের গোলে সমতায় ফিরেছিল চেলসি। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও গোল পায়নি মেসিরা। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স স্বস্তি দিচ্ছে সমর্থকদের।
গত ম্যাচের রেশ না কাটতেই আগামীকাল ফের মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়া। হামেস রদ্রিগেজ না থাকলেও কলম্বিয়াকে হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই। ইয়ারি মিনা, জুয়ান কুয়াদ্রাদো-র মত তারকা ফুটবলাররা ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই যথেষ্ট সতর্ক হয়েই নামবেন মেসিরা।
বাছাই পর্বে বর্তমানে ৫ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট। আর্জেন্টিনা আছে তালিকার দুইয়ে এবং কলম্বিয়া আছে তালিকার ৬ নম্বরে। কাল ম্যাচ জিতে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে চাইবে আর্জেন্টিনা।