দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তরুণ খেলোয়াড়দের উন্নতির লক্ষ্যে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ এফসি বৃহস্পতিবার জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছে। বরুসিয়া ডর্টমুন্ডের হায়দরাবাদ এফসিকে পরিকাঠামো এবং কোচ শিক্ষা কার্যক্রম তৈরিতে সাহায্য করবে।
বরুসিয়া ডর্টমুন্ডের ম্যানেজিং ডিরেক্টর কার্স্টেন ক্রামার বলেছেন, “কোভিড-১৯ মহামারীর এই কঠিন সময়ে হওয়া এই গাঁঠছড়া এই দেখায় যে খেলা, বিশেষত ফুটবল বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করতে পারে। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে ভারতে আমাদের প্রথম পদক্ষেপ রাখলাম, কোনও দলকে মাঠে সফল হওয়ার জন্য স্বল্পমেয়াদী সাফল্যের পেছনে না ছুটে সঠিক পরিকল্পনা মাফিক এগোনো উচিত, আমারও তাই করবো। আমরা হায়দ্রাবাদ এফসিকে ভারতীয় ফুটবলে সুপার পাওয়ার হিসেবে দেখতে চাই।”
বৃহস্পতিবার এই অংশীদারিত্বের ডিজিটাল লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হায়দ্রাবাদ এফসির কো-ওনার বরুণ ত্রিপুরানেনি জানিয়েছেন এটি একটি দীর্ঘমেয়াদি চুক্তি হতে চলেছে, তিনি জানান করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ভবিষ্যতে দুই ক্লাবের মধ্যে ফুটবলারদের আদান প্রদানও হবে। তিনি আরও জানিয়েছেন অদূর ভবিষ্যতে পূর্ণাঙ্গ এইচএফসি (HFC) আবাসিক একাডেমি গড়ে ফুটবলার তুলে আনার কাজ করবেন তারা। আগামী বছর ইন্ডিয়ান উইমেনস ফুটবল লিগে দল নামানোর কথাও ঘোষণা করেছেন তিনি।