দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি। কিন্তু সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠেছে ২০২১ সাল নয় মেসি এখনই বার্সা ছাড়তে চান। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, মাঠ ও মাঠের বাইরের পারফরম্যান্সে তিনি মোটেও খুশি নন। নতুন কোচ কোম্যানের সঙ্গে সাক্ষাতে মেসি নাকি বলেছেন তাঁর ক্যাম্প ন্যু ছাড়ার সম্ভাবনাই বেশি। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তিনি।
ছুটি কাটাতে সপরিবারে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পায়ারনিসে গিয়েছিলেন লিওনেল মেসি। আসলে প্রকৃতি আর নিসর্গের কাছে গিয়ে ৮-২ গোলে হারের যন্ত্রণাটা ভুলে থাকতে চেয়েছিলেন। কিন্তু সময় পেলেন না। ছুটি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবারই তাকে ফিরতে হয়েছে বার্সেলোনায়।
ওইদিনই নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে কথা বলেন মেসি। কাতালান রেডিও ‘আরএসি১’ জানিয়েছে এমন খবর। তাদের ভাষায়, কোম্যানকে মেসি বলেছেন বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দেহে ভুগছেন। এ মুহূর্তে তাঁর নিজেকে ‘যতটা ক্লাবের তার চেয়েও বেশি বাইরে’র বলে মনে হচ্ছে। তবে চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই ক্লাব ছাড়ার পথে যে বাধা আছে সেটাও মেসি জানেন। চুক্তিপত্র অনুযায়ী বার্সা সম্মত না থাকলে মেসি ক্যাম্প ন্যু ছাড়তে পারবেন না। তাঁর রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো।