দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মহেন্দ্র সিংহ ধোনির মতোই ১৫ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুরেশ রায়নাকে একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী চিঠিতে তার খেলার প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এরপর, শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন রায়না।
রায়না তার টুইটে লিখেছেন, “আমরা যখন খেলি, আমরা দেশের জন্য আমাদের রক্ত এবং ঘাম দেই। এদেশের মানুষ এমনকি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া ভালোবাসার চেয়ে ভাল আর কোনো প্রশংসা হতে পারে না।”
তিনি আরও লিখেছেন – “আপনাকে ধন্যবাদ নরেন্দ্র মোদী জি! আপনার প্রশংসা এবং শুভেচ্ছাকে আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। জয় হিন্দ!”
প্রধানমন্ত্রী মোদী তাঁর চিঠিতে লিখেছেন, “অবসর নেওয়ার এই সিদ্ধান্ত অবশ্যই আপনার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আপনি এখনও তরুণ এবং উদ্যমী, আমি আপনার জন্য ‘অবসর’ শব্দটি ব্যবহার করতে চাই না।”
মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, রায়না আইপিএলে খেলা চালিয়ে যাবেন। এবার সংযুক্ত আরব আমিরাতে, ১৯শে সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। রায়না দেশের হয়ে ২২৬টি ওয়ানডে এবং ১৮টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন।