দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। আপাতত তারা সেলফ-আইসোলেশনে আছেন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
তবে কোন দুজন করোনায় আক্রান্ত হয়েছেন বিবৃতিতে তাদের নাম জানানো হয়নি। ওই দুই ক্রিকেটারের বদলে নতুন করে কাউকে ক্যাম্পে অন্তর্ভূক্ত করা হবে না। তবে তারা ভার্চুয়াল মাধ্যমে ক্যাম্পে যুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৩২ ক্রিকেটার নিয়ে গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের বিশেষ ক্যাম্প শুরু করছে দক্ষিণ আফ্রিকা। খেলোয়াড়-স্টাফদের নিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫০ জনে।
এর মধ্যে দুইজনের করোনা আক্রান্তের খবর জানালো দেশটির ক্রিকেট বোর্ড। ক্যাম্পে যোগ দেননি তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি