দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা অতিমারীর ভয়াবহতার মাঝে ফুটবলের আমেজ উত্তর শহরতলির বেলঘড়িয়াতে। ভাইরাসঘটিত সংক্রমণতার জেড়ে গতবছর স্থগিত হয়ে গিয়েছিল আন্তজার্তিক পর্যায়ের একাধিক ক্রীড়া প্রতিযোগিতা।যার মধ্যে অন্যতম ইউরো কাপ ।
পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর ইউরো কাপ ও কোপা আমেরিকা প্রতিযোগিতার বল গড়াবে সবুজ গালিচায়।আর এবার ফের বাংলার চায়ের দোকানে হোক কিংবা পাড়ার রক তর্ক জমবে প্রিয় সাদা-নীল,লাল-হলুদ, সবুজ-লাল এবং হলুদ সবুজের দ্বৈরথে। ফুটবলের এই আবহে বাণী ঘোষ স্মৃতি সংগ্রহশালা কমিটির উদ্যোগে অংশ গ্রহণকারী দেশগুলির পতাকা এবং রঙ বেরঙয়ের কাগজে সেজে উঠছে বেলঘড়িয়ার নীলগঞ্জ রোড সংলগ্ন নবীন পল্লীর বিস্তৃণ অঞ্চল ।
আরও পড়ুন:মাঠে নামার আগেই অভিনব বিতর্কে জড়ালেন রোনাল্ডো
কমিটির সম্পাদক সৌম্যজিৎ করের এই উদ্যোগে সংগঠনের অন্যান্য সদস্যদের পাশাপাশি সামিল শুভজিৎ কর, সৌভিক দে, অর্ঘ্য সোম, বিজয় গুহ, বুবাই কর, সায়ন্তন দে, প্রীতম সাহা, সোমনাথ পাল, সুমন দে,শুভাশীষ কর, দেবাশিস কর, কেকা কর সহ এলাকার একাধিক ক্রীড়া প্রেমী মানুষ। এই কঠিন পরিস্থিতিতে সহনাগরিকদের মানসিক ভাবে চাঙ্গা রাখতে ও এলাকায় ফুটবল আবহ তৈরী করতেই এই উদ্যোগে বলে জানান আয়োজকরা।