21 C
Kolkata
Tuesday, November 29, 2022
More

  কিংবদন্তী রেস্টলার WWE এর সাথে নতুন চুক্তি করলেন

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: WWE এর অন্দরমহলে কিংবদন্তী রেস্টলার রেমিস্টিরিও’র ভবিষ্যত নিয়ে বেশ কিছু দিন ধরেই জোর গুঞ্জন চলছিল। রেমিস্টিরিও’কে গত কয়েকমাস ধরে নিয়মিত WWE র’তে দেখা গেলেও তিনি কোন চুক্তি সাক্ষর করেন নি।

  রেমিস্টিরিও নাকি যে পরিমান অর্থ দাবী করেছিলেন তা WWE চেয়ারম্যান ভিন্স ম্যাকমেহ্যান দিতে রাজি ছিলেন না, সেই কারণেই রেমিস্টিরিও চুক্তি সাক্ষর করছিলেন না। তবে সম্প্রতি রেসলিং অবসার্ভার নিউজলেটারের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে রেমিস্টিরিও নতুন চুক্তি করতে রাজি হয়েছেন, শুধু তাই নয় ৩ বছরের একটি নতুন চুক্তিতে স্বাক্ষরও করেছেন তিনি।

  টম কলহুউ তার প্রতিবেদনে আরও বলেছেন, তাঁর পুত্র ডমিনিক পুশ পাওয়ার পরই রেমিস্টিরিও নতুন চুক্তি করতে চেয়েছিলেন। এই কারণেই, WWE সামারস্লামে সেথ রলিন্সের বিপক্ষে ডমিনিকের ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে ভিন্স ম্যাকমেহ্যান এই মুহূর্তে ডমিনিক’কে পুশ দেওয়ার পক্ষপাতী ছিলেন না, তবে রেমিস্টিরিওকে আটকানোর জন্যেই তাকে এমনটা করতে হয়েছে।

  রেমিস্টিরিও WWE এর সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করলেও তিনি তাঁর দাবী মত অর্থ পেয়েছেন কিনা সে সম্পর্কে কোনও তথ্য নেই। রেমিস্টিরিও গত বেশ কয়েক মাস ধরে সেথ রলিন্সের সাথে ফিউড করেছিলেন। রলিন্স দ্বারা রেমিস্টিরিওর চোখ দু’বার আক্রমণ করা হয়েছিল। যার কারণে তিনি বাইরে এখন রিংয়ের বাইরে, ডমনিকও এই ফিউডের অংশ।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  চাঁদে পাকাপাকি ভাবে থাকবে মানুষ !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল গত অর্ধ শতাব্দী আগে। এই বার সেখানে ঘর-বাড়ি...

  নির্দিষ্ট কিছু পুরনো কয়েন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে RBI !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১ টাকা এবং ৫০ পয়সা মূল্যের নির্দিষ্ট কিছু পুরনো কয়েন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে...

  স্বামী বিবেকানন্দর পুনর্জন্ম মোদী , বেফাঁস মন্তব্য রাহুল সিনহার

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বেফাঁস বিজেপি নেতা রাহুল সিনহা। স্বামী বিবেকানন্দ পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি রূপে,...

  বিশ্বকাপে আফ্রিকান দাদাগিরি ! বেলজিয়ামকে ঘায়েল করল মরক্কো

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : মরক্কো ২ আবদেলহামিদ সাবিরি (৭৩’), জাকারিয়া আবৌখাল (৯০+২’)  বেলজিয়াম ০

  ইন্ডিয়ান সুপার লিগে বিরাট জয় পেল ইস্টবেঙ্গল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ধারাবাহিকতার অভাবে ভুগছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল।...