দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় ফুটবলের নতুন মরশুম দরজায় কড়া নাড়লেও, এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল আসন্ন মরশুমে জন্যে ইনভেস্টর চূড়ান্ত করতে পারেনি। গত মাসে কোয়েসের কাছ থেকে ‘স্পোর্টিং রাইটস’ এবং ‘এনওসি’ ফিরে পাওয়ার পর থেকে, ক্লাব কর্তারা বিনিয়োগের বিষয়ে বেশ কিছু সংস্থার সাথে কথা বললেও, শেয়ার সংক্ৰান্ত জটিলতার কারণে চুক্তি করা যায় নি।
তবে অতীত ভুলে, ক্লাবের নব গঠিত “কোর কমিটি” একটি নতুন সংস্থার সাথে বিনিয়োগের বিষয়ে আলোচনা চালাচ্ছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে নাকি সংস্থাটির কাছে ড্রাফট পেপারও পাঠিয়ে দেওয়া হয়েছে।
ক্লাব ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ইস্টবেঙ্গলের কার্যনির্বাহী কমিটি এই মুহূর্তে ড্রাফটের কয়েকটি শর্তাবলী সম্পর্কে আলোচনা করছেন এবং তারা এই বিষয়ে আইনজীবির পরামর্শও নিচ্ছেন। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তবে আগামী সপ্তাহেই নতুন বিনিয়োগকারীর নাম নিশ্চিত হয়ে যেতে পারে এবং আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।