দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি আজ থেকে সাউদাম্পটনের দ্য রোজ বোলে শুরু হয়েছে। টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এক সময় ইংল্যান্ড ১২৭ রানে চার উইকেট হারিয়ে ধুকছিলো, মনে করা হচ্ছিলো ইংল্যান্ডের প্রথম ইনিংসটি ৩০০ রানের মধ্যেই শেষ করে দেবে পাকিস্তান। কিন্তু এর পরেই জ্যাক ক্রাউলি এবং জস বাটলার রূখে দাঁড়িয়ে ইংল্যান্ডকে চালকের আসনে পৌঁছে দেন।
ইনিংসের শুরুতেই ররি বার্নস হারিয়ে চাপে পরে যায় স্বাগতিকরা। ব্যাক্তিগত ৬ রান করে শাহীন শাহ আফ্রিদির শিকার হন এই ডান হাতি ওপেনার। এর পর ডম সিবিলিকে নিয়ে ইনিংস সামাল দেন ক্রাউলি। এই জুটিতে সিবিলি এক দিক ধরে রাখেন এবং ক্রাউলি আক্রমণ চালিয়ে যেতে থাকেন।
২২ রান করে সিবিলি ইয়াসির শাহের বলে হওয়ার পর ক্রাউলির সাথে যোগ দেন অধিনায়ক জো রুট। মধ্যাহ্নভোজনের বিরতির নাসিম শাহ এবং ইয়াসির দ্রুত রুট এবং ওলি পোপকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। এরপরই ক্রিসে আসেন বাটলার, এবং দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোনও উইকেট পড়তে দেয় নি ক্রাউলি-বাটলার জুটি।
দিনের খেলা শেষে ইংল্যান্ড চার উইকেটে ৩৩২ রান সংগ্রহ করেছে, ক্রাউলি ১৭১ এবং বাটলার ৮৭ রানে অপরাজিত রয়েছেন। দুজনে মিলে পঞ্চম উইকেটে ২০০ রানেরও বেশি পার্টনারশীপ করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে ইয়াসির দুটি এবং আফ্রিদি ও নাসিম একটি করে উইকেট নেন।