দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইন্টার মিলানের বিপক্ষে শুক্রবার রোমাঞ্চকর লড়াইয়ে জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া। খেলায় পিছিয়ে পড়লেও ৩-২ গোলের ব্যবধানে ইন্টারকে হারিয়ে ষষ্ঠ ইউরোপা লিগ শিরোপা জিতে নিল সেভিয়া।
দলটির হয়ে জোড়া গোল করেন লুক ডি ইয়ং, দিয়েগো কার্লোস একটি। অন্যদিকে ইন্টারের গোল দুটি করেন রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন।বুন্ডেসলিগার দল কোলনের মাঠে উত্তেজনা ম্যাচের শুরু থেকেই। চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে সেভিয়া। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ইন্টারের রোমেলু লুকাকু।
তবে দ্বাদশ মিনিটে সমতা ফেরায় সেভিয়া। হেসুস নাভাসের ক্রস থেকে নিচু হয়ে নিখুঁত এক হেডে লক্ষ্যভেদ করেন লুক ডি ইয়ং।
এরপর ৩৩ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার ক্রসে আরেকটি দুর্দান্ত হেডে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। তবে এরপরে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ইন্টার। তিন মিনিট পর প্রায় একই ঢঙে সমতায় ফেরে তারা।
৭৭ মিনিটের মাথায় আরও একটি সেটপিস থেকে এগিয়ে যায় সেভিয়া। যদিও গোলটি হয় আত্মঘাতী। এরপর সুযোগ তৈরি হলেও আর কোন দলই গোলের দেখা পায়নি।
তবে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইন্টার। তবে শেষমেশ কোন লাভ হয়নি।