দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন তিনি সকলের চেয়ে আলাদা সেটা আরও একবার প্রমান করলেন মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ইকোনমিক ক্লাসে যাত্রা করলেন থালা ধোনি। তিনি নিজেই তাঁর বিজনেস ক্লাসের টিকিট এক সহযাত্রীকে দিয়ে দেন।
আসলে ধোনি যখন লক্ষ্য করেন চেন্নাই সুপার কিংস সাপোর্ট স্টাফের একজন সদস্য ইকোনমিক ক্লাসের টিকিটে যাত্রা করছেন, এবং আসন ছোটো হওয়ায় তিনি অস্বস্তিতে রয়েছেন। তিনি নিজে গিয়ে তাকে বলেন, আপনার পা গুলি বড়, আপনি আমার সিটে গিয়ে বসুন, আমি আপনার সিটে বসছি।
ধোনির এই কাজের প্রশংসা করে জর্জ নামে এক ব্যক্তি গোটা ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, যখন কোনো ব্যাক্তি যিনি ক্রিকেটে সব কিছু দেখেছেন আপনাকে এসে বলে আপনার পা গুলি বড়, আপনি আমার সিটে বসুন। অধিনায়ক কখনোই আমাকে অবাক করতে ব্যর্থ হন না।”
মাঠ ও মাঠের বাইরে ধোনির বিনয়ী স্বভাবের বর্ণনা দিয়েছেন বহু ক্রিকেটারই। ৩৯ বছর বয়সী ধোনি এখনও দেশবাসীর অন্যতম প্রিয় ক্রিকেটার। মাঠে কঠিন পরিস্থিতির মোকাবিলা হোক বা পিতা এবং স্বামী হিসাবে দায়িত্ব পালন, তিনি সবই সামলে চলেছেন হাসি মূখে। টিম বাসের শেষ সিটে বসা থালা যেন ভারতীয় ক্রিকেটে সারল্যের প্রতিশব্দ, এবং এটাই তাকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি করে তুলেছে।