দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক শুক্রবার ২০২০ অর্জুন পুরষ্কারের তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ার পর ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
ক্রীড়া মন্ত্রক সাক্ষী এবং ভারোত্তোলক মীরাবাই চানুকে এই বছর অর্জুন পুরষ্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উভয় খেলোয়াড়ই ইতিমধ্যে দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরষ্কার রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন। সাক্ষীকে ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার জন্য এবং মিরাবাইকে ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শন করার জন্যে এই সম্মানে ভূষিত করা হয়েছিল। সাক্ষী ৫৮ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে পদক জিতেছিলেন।
সাক্ষী জানিয়েছেন, তিনি এতে হতাশ এবং সরকার তার কৃতিত্বকে অগ্রাহ্য করছে। সাক্ষী বলেন, “আমি চাই লোকেরা আমাকে অর্জুন পুরস্কার প্রাপ্ত সাক্ষী বলে ডাকুক। অ্যাথলিটরা এই গুলির জন্যেই সব কিছু করে। তারা প্রতিটি পুরস্কার জিততে চায় যাতে এর থেকে তারা অনুপ্রেরণা পায়।”
তিনি বলেছিলেন, “অর্জুন পুরষ্কার জিততে আমার আর কী করতে হবে তা আমি জানি না। ২০১৬ সালে খেলারত্ন পেয়ে আমি খুব খুশি এবং আমিও এর সম্মান করি। তবে আমি সব সময় অর্জুন পুরষ্কার জিততে চেয়েছিলাম এটা আমার স্বপ্ন ছিল।”