দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ যা আশঙ্কা করা হয়েছিল তা প্রায় একমাস আগেই সত্যি বলে প্রমাণিত হয়েছে। সামনেই আর এক মাসের মধ্যে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিকের। কিন্তু সেই অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি সাইনা নেহওয়াল। সেই নিয়ে আপসোস থাকলেও ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করছেন তিনি।
গতকাল আন্তর্জাতিক যোগা দিবসের গুরুত্ব সম্পর্কে একটি পোস্ট করেছিলেন। আজ তাকে পাওয়া গেল তাজ মহলের সামনে। স্বামী পারুপল্লী কাশ্যপের সাথে তাজমহল দেখতে যাওয়ার নানা ছবি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। অবসর সময় ভালোই উপভোগ করছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।