দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ বসতে যাচ্ছে আরব আমিরাতে। অংশগ্রহণকারী ৮ দলই এখন মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছে।
ছয়দিনের কোয়ারেন্টাইন শেষে কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হলে তবেই মিলবে মাঠের প্রস্তুতির জন্য ছাড়পত্র। রয়্যাল চ্যাঞ্জোর্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি দলের সঙ্গে আমিরাতে যাননি।
মরুর দেশে তিনি উড়ান দিয়েছেন আলাদা চার্টাড বিমানে। সেখানে পৌঁছেই ভার্চুয়াল মিটিংয়ে সতীর্থদের সতর্ক করেছেন; যেন তারা কোন ভাবেই নিয়মের বাইরে কোন কিছু না করেন। একটু ভুলেই পুরো আইপিএল ভেস্তে যেতে পারে বলেও হুঁশিয়ার করেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘প্রথম দিনের প্র্যাকটিসের জন্য আমরা মুখিয়ে আছি। আর এটাও মাথায় রাখছি প্রথম দিন থেকেই আমরা দলের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি গড়ে তুলব। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করব। জৈব-সুরক্ষা পদ্ধতির প্রতিটি পদক্ষেপ মেনে চলতে হবে। এর সঙ্গে কোনও আপোস করা চলবে না। মনে রাখতে হবে, আমাদের একটা ছোট্ট ভুল, পুরো টুর্নামেন্টটাকেই শেষ করে দিতে পারে। সেটা আমরা কেউই চাই না।’
১৯শে সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। ফাইনাল ১০ই নভেম্বর।