দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার নিজেই জানিয়েছেন, তিনি বার্সেলোনায় থাকবেন না। কাতালান জায়ান্টদের বর্তমান চুক্তি বাতিল করতে বলেছেন মেসি।
বার্সেলোনার সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। স্পেনের কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যম ও কয়েকজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিকের দাবির পর সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (AP) বার্সেলোনা নিশ্চিত করেছে, এক মেইল বার্তায় ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন মেসি।
সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ টুইট করেছেন, ‘আজ বার্সেলোনা ভক্তদের জন্য অতীব দুঃখের দিন। লিও মেসি ঘোষণা করেছে, সে বার্সেলোনায় থাকতে চায় না। পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনায় ১৭ বছর কাটানোর পর ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই খেলোয়াড় ক্লাব ছাড়ার ঘোষণা করেন।’ তিনি যোগ করেন, ‘মেসি এই সপ্তাহে ট্রেনিংয়ে যোগ দেবেন না। তার সিদ্ধান্ত চূড়ান্ত।’