দ্য কলাকাটা মিরর ব্যুরো: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে হৃদয় ভেঙে গেছে ক্লাবটির ভক্ত-সমর্থকদের। সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পরই ন্যু ক্যাম্পের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে মেসি ভক্তদের।
বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বার্তোমেউয়ের মুণ্ডুপাত করে যাচ্ছেন মেসি ভক্তরা।
তাদের দাবি পূরণ হতে যাচ্ছে । স্পেনের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার বর্তমান সভাপতি। তবে আর্জেন্টাইন আউটলেট টাইস স্পোর্টস বলছে, ইতিমধ্যেই বোর্ডকে পদত্যাগের বিষয়টি জানিয়ে দিয়েছেন বার্তোমেউ।
২০১৪ সালে বার্সেলোনার সভাপতি নির্বাচিত হন বার্তোমেউ। তিনি দায়িত্ব নেয়ার পর ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগ জেতে বার্সেলোনা।
তবে এরপর এই টুর্নামেন্টে আর সাফল্যের মুখ দেখেনি ক্লাবটি। দলবদল ও ক্লাব পলিসি নিয়ে বার্তোমেউর কার্যকলাপে সন্তুষ্ট নন মেসি। ক্লাবের ফুটবলারদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও রয়েছে বার্তোমেউয়ের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, মেসিকে বার্সেলোনায় রাখতেই সরে যাচ্ছেন তিনি।