দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত কাল দূর্দান্ত পারফরমেন্সের পর, সেমি তে পি ভি সিন্ধু আজ মুখোমুখি হন চাইনিজ তাইপেই এর তাই-জু ইং এর। তবে তাকে গতকালের মতো প্রভাবশালী দেখা গেল না।
সেমিফাইনাল থেকে ছিটকে গেল সিন্ধু। তার সঙ্গে ভারতের বেডমিন্টনে সোনা জয়ের স্বপ্ন শেষ। তাই-জু ইং ২টি রাউন্ডে খেলা শেষ করে দেন। প্রথম রাউন্ড ১৮-২১ এ হারেন সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে ১২-২১ এ গেম ছিনিয়ে নেন তাই-জু ইং।
সিন্ধু গোল্ড মেডেলের দৌড় থেকে ছিটকে গেলেও, কোর্টে নামবেন ব্রোঞ্জ পদকের জন্যে। সোনা না হলেও ব্রোঞ্জ জয়ের চেষ্টা করবেন সিন্ধু।
লেখা: শাল্মলী ভট্টাচার্য।