দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস টুইট করে অভিযোগ করেন বিসিসিআই এর বিরুদ্ধে। পাকিস্তানে আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করার জন্যে চাপ দেওয়া হচ্ছে তাকে, যদি গিবস সেখানে অংশগ্রহণ করেন তবে ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়েই ভারতে ঢুকতে পারবেন না তিনি। – এমনটাই অভিযোগ গিবসের।গিবসের পাশাপাশি প্রাক্তন পাকিস্থানী ক্রিকেটার রশিদ লতিফও একই অভিযোগ করেছেন।
হার্শেল গিবস টুইট করে লেখেন,’বিসিসিআই অপ্রয়োজনীয়ভাবে পাকিস্তানের সঙ্গে তাদের রাজনৈতিক টানাপোড়ানকে টেনে আনছে এবং আমাকে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে বাধা দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয় আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ক্রিকেট সংক্রান্ত কোনও বিষয়ে ভারতে ঢুকতে দেওয়া হবে না।’


পাকিস্থানী ক্রিকেটার রশিদ লতিফ টুইট করে লেখেন, ‘বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ড কে হুমকি দিচ্ছে, তারা যদি প্রাক্তন ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে ওই ক্রিকেটারদের আর ভারতে প্রবেশ অনুমতি দেওয়া হবে না।’
বিসিসিআই এর এমন মনোভাব প্রশ্ন জনক। তবে প্রশ্ন হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ কি।
পাকিস্তানী রাজনীতিবিদ শায়রিয়র খান আফ্রিদির প্রযোজিত এই লীগ, খেলা হবে মুজফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে। ৬ জন প্রাক্তন ক্রিকেটারের নেতৃত্বে খেলবে ৬টি দল। এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে প্রত্যেক দলে একজন করে খেলোয়াড় নেওয়া হবে।
যদিও এই পুরো মন্তব্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো কথা বলেননি।
লেখা: শাল্মলী ভট্টাচার্য।