দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাঞ্জাবের কোমালপ্রীত কর ৩১সে জুলাই দুর্দান্ত প্রদর্শনীর জন্যে ফাইনালে খেলার সুযোগ পান। তার প্রদর্শনী দেখে ভারতীয় মনে চতুর্থ মেডেলর আশা জন্মেছিল। তবে সেই স্বপ্ন এই বারের মতো পূরণ হলো না।
সোমবার সন্ধ্যায় টোকিও অলিম্পিকে ডিস্ক্যাস থ্রো ফাইনালে কোমালপ্রীত ৬ নম্বরে শেষ করেন। ৬৬.৯৪ মিটার থ্রো করে প্রথম হয় ইউ এস প্রতিদ্বন্দ্বী এলমান। ৬৩.৭০ মিটার থ্রো করে করে ষষ্ঠ স্থানেই এইবারের মতো টোকিও থেকে বিদায় নেবেন কোমালপ্রীত।
লেখা: শাল্মলী ভট্টাচার্য।