দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার অলিম্পিক মহিলা হকি সেমিফাইনাল ভারতের মুখোমুখি হয় আর্জেন্টিনা। খেলার প্রথম কোয়াটার শেষ হওয়ার আগেই গুরজিত কৌর ভারতের স্কোর বোর্ডে ১ পয়েন্ট জুড়ে দেন। প্রথম কোয়াটারে আর্জেন্টিনা বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারেন।
দ্বিতীয় কোয়াটারে আর্জেন্টিনা ১-১ সমতা ফেরায় ম্যাচে। তৃতীয় কোয়াটারে ২-১ গোল ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই রাউন্ডে আর সমতা ফেরাতে পারেনি ভারত। আর্জেন্টিনার হয়ে ২টি গোলই আসে মারিয়া বারিয়েনিউএভোর থেকে। চতুর্থ কোয়াটারে ব্যবধান না বাড়লেও ভারত ঘুরে দাঁড়াতে পারেনি।
মেন্স হকি দলের পর এবার রুপো নিশ্চয়তা থেকে বঞ্চিত হলো মহিলা হকি দলও। তবে এখনও ব্রোঞ্জ পাওয়ার আশা রয়েই গেছে। ভারতীয় মহিলা হকি দল গ্রেট ব্রিটেনের প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রোঞ্জ পদকের জন্যে।
বৃহস্পতিবার মেন্স হকি দল ব্রোঞ্জ মেডেলর জন্য খেলবে জার্মানের বিরুদ্ধে।