দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় ধরা দিলেন একফ্রেমে। ইতিমধ্যেই সে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিজয় তাঁর আগামী ছবি ‘বিস্ট’ (Beast) এর শ্যুটিংয়ের জন্য চেন্নাইয়ের গোকুলাম স্টুডিওস-এ উপস্থিত হন। অন্যদিকে ধোনিও একটি বিজ্ঞাপনের শ্যুটের জন্য একই জায়গায় উপস্থিত ছিলেন। এই সুত্রেই দুই তারকার দেখা। প্রসঙ্গত, ২০০৮ সালে ধোনির ‘আইপিএল’ টিম চেন্নাই সুপার কিংস (CSK) এর ব্রান্ড অ্যাম্বাসাডর ছিলেন বিজয়। চেন্নাইয়ের জার্সি পড়া দুই তারকার ছবিই সেসময় ভাইরাল হয়েছিল। এবারে ফের এই দুই ক্রিকেট ও ফিল্ম আইকন ধরা দিলেন একফ্রেমে।
উল্লেখ্য, বিজয় তাঁর ছবির শ্যুটের জন্য ইউরোপ উড়ে যাচ্ছেন। অন্যদিকে ‘ক্যাপ্টেন কুল’ও ২০২১ এর বকেয়া আইপিএল ম্যাচের জন্য আরব আমিরশাহি পারি দেবেন।