দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চেন্নাই সুপার কিংসের একজন খেলোয়াড় সহ ১২ জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইপিএল (IPL) সংক্রান্ত সূত্র এই তথ্য সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছে। এই তথ্য সামনে আসার পর, দলটি কোয়ারেন্টিনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর, প্রতিটি দলকে ছয় দিন কোয়ারেন্টিনে থাকতে হতো। আগামীকালই সিএসকের কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিলো, কিন্তু দলের এতজন সদস্য একসাথে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে খেলোয়াড়রা এখন কোয়ারান্টাইনেই থাকবেন। সমস্ত ক্রিকেটারের চতুর্থবারের জন্য কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
আইপিএলের এক সিনিয়র সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, “হ্যাঁ, সম্প্রতি ভারতের এক ডানহাতি মিডিয়াম পেসার ছাড়াও ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফল পসিটিভ এসেছে।”
তিনিআরও বলেছেন , “আমরা জানতে পেরেছি, সিএসকে দলের এক ঊর্ধতন কর্মকর্তা এবং তার স্ত্রী ছাড়াও ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া টিমের কমপক্ষে দু’জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।”
এই ঘটনার পরে সিএসকে কোয়ারেন্টিনের মেয়াদ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। বিসিসিআইয়ের (BCCI) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসারে, দলের কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হলে গোটা দলকে অতিরিক্ত সাত দিন বিচ্ছিন্ন থাকতে হবে। এই সময়ের পরে, কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হলেই জৈবিক নিরাপদ পরিবেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আইপিএল খেলা হবে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এর জন্য, সমস্ত দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে এবং চেন্নাই সুপার কিংস বাদে বাকি সব দলই অনুশীলন করছে।