দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রখ্যাত অ্যাথলেটিক্স কোচ পুরশোত্তম রাই হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সে বেঙ্গালুরুতে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। আগামীকাল জাতীয় ক্রীড়া দিবসে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তাঁর দ্রোণাচার্য পুরস্কার গ্রহণ করার কথা ছিলো।
পুরুষোত্তম রাই দক্ষিণ ভারতের অশ্বিনী নাচাপ্পা ও রোজা কুট্টি সহ একাধিক কৃতী অ্যাথলিটের কোচ ছিলেন। তার কোচিংয়ে, অনেক অ্যাথলিটই দেশের জন্য এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক ইভেন্টে পদক জিতেছে।
এই বছর, জাতীয় ক্রীড়া পুরষ্কার অনুষ্ঠান একটি অনলাইন ইভেন্ট। তিনি এই অনুষ্ঠানের মহড়াতে অংশ নিয়েছিলেন। বছরের পর বছর দ্রোণাচার্য পুরষ্কার না পাওয়ার পরে তিনি এই বছর এই পুরস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন।
খবরের সত্যতা নিশ্চিত করে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শোক জ্ঞাপন করেছে।