দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে করোনা ভাইরাসের প্রকোপ প্রতিদিন বেড়েই চলেছে, রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এরই মধ্যে শুক্রবার মহিলা কুস্তিগীর ভিণেশ ফোগাট করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভিণেশ ফোগাট ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে রাজীব গান্ধী খেলরত্ন দিয়ে সম্মানিত হবেন, এর আগেই তাকে করোনা পসিটিভ পাওয়া গেলো।
ভিনেশ নিজেই টুইটারে এই কথা জানিয়েছেন, “গতকাল হওয়া একটি পরীক্ষায় আমায় কোভিড-১৯ পসিটিভ পাওয়া গেছে। বর্তমানে কোনও লক্ষণ না থাকলেও আমি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি,” তিনি টুইট করেছেন।
ভিনেশের ভাই হরবিন্দর ফোগাট জানিয়েছেন তার বোন ফিট এবং সুস্থ আছেন। “সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আগামীকাল আমাদের পরিবারের কেউ পুরষ্কার অনুষ্ঠানে অংশ নেবে না। আমরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
এ বছর খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকায় ভিনেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বর্তমানে সোনিপতে তাঁর শ্বশুরবাড়ির রয়েছেন। ভিনেশের কোচ ওম প্রকাশ দাহিয়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই বছর ভিনেশ ফোগাট কুস্তির জন্য রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পেতে চলেছেন। এর পাশাপাশি, রোহিত শর্মা (ক্রিকেট), মানিকা বাত্রা (টেবিল টেনিস), রানী রামপাল (হকি), মরিয়াপ্পান থানগাভেলু (প্যারা অ্যাথলেট) কেও খেল রত্ন দেওয়া হবে। এই বছর, জাতীয় ক্রীড়া পুরষ্কার অনুষ্ঠান একটি ভার্চুয়াল ইভেন্ট।