দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টোকিও অলিম্পিক্স শেষ হওয়ার পরই যেন খারাপ সময় শুরু হয়ে গেছিল ভিনেশ ফোগাটের। টোকিও থেকে আনতে পারেননি পদক, অপরদিকে তিনি তার মানসিক অবসাদের সমস্যার কথাও জানিয়েছেন। তার ওপর আবার নিজেধাজ্ঞা জারী করেছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লুএফআই)।
ভিনেশ দেরিতে পৌঁচেছিলেন টোকিওতে অন্য অ্যাথলিটদের সঙ্গে ট্রেনিংও করতে না চাওয়ার পরই নিয়ম ভঙ্গের দায়ে ডব্লুএফআই ভিনেশের বিরুদ্ধে তদন্তে নেমেছিল। তাঁর পাশাপাশি তদন্তের আওতায় ছিলেন সোনাম মালিক ও দিব্যা সৈনও। তবে ২৫শে আগস্ট বুধবার সেই তদন্ত বাতিল করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। উল্লেখিত তিন অ্যাথলিটের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে ফেডারেশন জানায়, শো-কজের জবাবে ডব্লুএফআইকে পাঠানো চিঠি সন্তোষজনক ছিল না, তবু ডব্লুএফআই তিনজনকেই নিজেদের ভুল সংশোধন করার সুযোগ দিতে ইচ্ছুক।
ভিনেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞাও তাঁর ভবিষ্যতের জন্য বিশেষ ক্ষতিকারক প্রমাণিত হতো। কারণ নিষেধাজ্ঞা থাকলে ৩১শে আগস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারতেন না তিনি। ট্রায়ালে অংশ নিয়ে ওসলোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের তরফে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন তিনি। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশনের তরফে সতর্কতা জারি করা হয়েছে, ভবিষ্যতে আবার এই রূপ ঘটনা ঘটালে ভিনেশ ও বাকি দুই জনকে আজীবন নির্বাসনে পাঠানো হবে।
লেখা:শাল্মলী ভট্টাচার্য