দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ টোকিও প্যারালিম্পিকের প্রথম পদক সুনিশ্চিত করলেন ভাবিনা প্যাটেল। মহিলাদের একক টেবিল টেনিসের সেমি ফাইনালে পৌঁছে গেছেন তিনি। অতএব ভারতে প্রথম প্যারালিম্পিক মেডেল আসতে চলেছে তার হাত ধরেই।
রিও প্যারালিম্পিকের সোনা জয়ী খেলোয়াড় সার্বিয়ার বরিসলাভ রানকোভিসকে ৩-০ যে হারালেন ভাবিনা দেবী। ১৯ মিনিটের প্রীতিযোগীতায় প্রতিপক্ষকে যথারীতি ১১-৫, ১১-৬ ও ১১-৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।
অর্থাৎ ভারতের টোকিও অলিম্পিকের মতো প্যারালিম্পিকেরও প্রথম পদক নিশ্চিত হলো সেই একজন মহিলা খেলোয়াড়দের হাত ধরেই। আশা করা যায় ভাবিনা দেবী ফাইনালে উঠে সোনা অথবা রুপো হাতে দেশে ফিরবেন।
প্রসঙ্গে উল্লেখ্য, প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদকের জন্যে লড়াই হয়না। সেমি ফাইনাল ফেরত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পদক পাবেন।
লেখা:শাল্মলী ভট্টাচার্য।