দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হেডিংলেতে শুরু হয় গেছে তৃতীয় টেস্ট। প্রথম ইনিংস শেষে ভারতের লজ্জা জনক প্রদর্শনীর পর, শুক্রবার দ্বিতীয় ইনিংসে শুভ সূচনা ঘটে। ব্যাট হাতে ওপেন করেন, রোহিত শর্মা ও কে এল রাহুল।
৫৪ বল খেলে রাহুক ৮ রান নিজের খাতায় লিখিয়ে প্যাভিলিয়ন ফিরত চলে যান। তবে রোহিত শর্মা ১৫৬ বল থেকে ৫৯ রান করেন। এই দিন আবার নজর কারলেন পূজারা। দিনের শেষে ১৮০ বলে ৯১ রান নট আউট প্যাভিলিয়নে ফিরেছেন তিনি, অন্য দিকে সঙ্গে ছিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি। এই দিন যথেষ্ট স্থিতিশীল দেখা গেছে তাকে, ৯৪ বল খেলে ৪৫ রান নিয়ে নট আউট ফিরেছেন তিনিও। দিনের শেষে ভারতের খাতায় ৮০ ওভারে ২১৫/২।
অন্য দিকে, ইংল্যান্ডের হয়ে উইকেট পেয়েছেন, রবিনসন ও দলে নতুন যুক্ত হওয়া ওভারটন। ১৯ ওভারে কে এল রাহুল কে বারিস্টোর বলে একটি ক্যাচের মাধ্যমে ড্রেসিংরুমে ফেরত পাঠায় ওভারটন। এবং রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটি ৪৭.৪ ওভারে তুলে নেয় রবিনসন।