দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল দিন শেষ হয়েছে ভাবিনা এবং নিশাদের রুপোর পদক জয় ও বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক দিয়ে। আজ ভারতকে সোনার সকাল উপহার দিলেন অবনী লেখরা। প্যারালিম্পিক্সের প্রথম মহিলা শুটার হিসেবে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন তিনি। নীরজের পর ফের টোকিও থেকে সোনার পদক জয় করলেন অবনী।
যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন তিনি, তবে, সেই সপ্তম হয়ে যে তিনি সন্তুষ্ট ছিলেন না তা ফাইনালে তার প্রদর্শনীতে স্পষ্ট। ফাইনালে সোনা জয়ের সঙ্গে বিশ্বরেকর্ডও করেছেন এই ১৯ বছর বয়সী শুটার। ফাইনালে এদিন তিনি স্কোর করেন ২৪৯.৬। এতদিন এই বিশ্বরেকর্ড ছিল ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে। তাকে পেরিয়ে যেতে না পারলেও বিশ্ব রেকর্ডের তালিকায় তার পাশেই নিজের জায়গা করে নিয়েছেন অবনী।
শুধু অবনী নয়, আজ রুপো জয় করে ভারতের আনন্দ আরও বারিয়ে তুলেন যোগেশ কাঠুনিয়া ও দেবেন্দ্র ঝাঝরিয়া। ডিসকাস থ্রো(৫৬) বিভাগে ৪৪.৩৮ মিটার থ্রো করে রুপো পেলেন যোগেশ। একইসঙ্গে জ্যাভলিনে F৪৬ বিভাগে ভারতকে পদক এনে দিলেন দেবেন্দ্র। এই বিভাগে রুপো জিতে নিয়েছেন দেবেন্দ্র ঝাঝরিয়া। শুধু তাই নয় জ্যাভলিনে দেবেন্দ্রের সঙ্গে একই বিভাগে ব্রোঞ্জও পেয়েছেন ভারতেরই সুন্দর সিং গুর্জর। সব মিলিয়ে ভারতের জন্য প্যারালিম্পিক্সের আজকের দিনটি যে নিঃসন্দেহে আনন্দদায়ক তা বলাই যায়।
লেখা:শাল্মলী ভট্টাচার্য