দ্য ক্যালকাটা মিরর: স্পনসর সমস্যা কাটিয়ে দলকে মাঠে নামতে অনেকটা দেরি হয়ে গেছে এসসি ইস্টবেঙ্গলের। দল বদলের বাজারে হাতে সময় কম ছিল ক্লাবের কাছে। তার মধ্যেই নিজেদের দল গঠনের কাজে শক্ত হাতে নেমে পড়েছে লাল হলুদ শিবির। হীরা মণ্ডল, অমরজিৎ সিং-এর সঙ্গে চুক্তি সই করার পরে জ্যাকিচাঁদ সিং, রাজু গায়কোয়াড়ের সঙ্গেও চুক্তি বিষয়ক আলোচনা অনেকটাই এগিয়েছে। এর মাঝেই উঠে আসছে আরও কিছু নাম।
২৫ বছর বয়সী মিডফিল্ডার সৌরভ দাসের সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছা রোমিও ফার্নান্ডেজের সঙ্গেও কথা চলছে। শোনা যাচ্ছে ফের লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে তাকে। এর মাঝেই প্রতিভাবান লেফ্ট উইঙ্গার সোংপু সিনসিটকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে দল।
আরও পড়ুনঃ আইসিসি টেস্ট ক্রিকেট রাঙ্কিংয়ে রোহিত শর্মা টপকে গেলেন ক্যাপ্টেন কোহলিকে, শীর্ষে আছেন রুট
অনেক ফুটবলারের সঙ্গে এখনও কথোপকথন চলছে। তবে তালিকার বাইরেও বেশকিছু ফুটবলারের সঙ্গে যোগাযোগ রাখছেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। কয়েকদিনের মধ্যেই দলের চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। এই অল্প সময়ের মধ্যে সেরা দলই তৈরি করতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।
লেখা:শাল্মলী ভট্টাচার্য