দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ডের ট্রফি জিতেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালের মধ্যকার হওয়া কমিউনিটি শিল্ডের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ১-১। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ও এফএ কাপের শিরোপাজয়ী দল মুখোমুখি হয় কমিউনিটি শিল্ডের ফাইনালে। আসরের সবচেয়ে বেশি (২১) শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলকে হারিয়ে ১৬তম কমিউনিটি শিল্ড জিতে ইউনাইটেডের পরই অবস্থান আর্সেনালের। লিভারপুলের শিরোপা ১৫টি।
দ্বাদশ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। গানারদের লম্বা সময় লিড ধরে রাখতে বড় ভূমিকা রাখেন এমিলিয়েনো মার্টিনেজ। ৫৫তম মিনিটে সাদিও মানেকে ওয়ান অন ওয়ানে ফিরিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। লিভারপুল সমতায় ফেরার পর ৮১ মিনিটে মার্টিনেজ আরেকবার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মানের সামনে। নইলে ম্যাচটা ছিনিয়েও নিতে পারত লিভারপুল। ৭৩ মিনিটে অলরেডদের সমতায় ফেরান বদলি নামা তাকুমি মিনামিনো। লিভারপুলের জার্সিতে জাপানিজ তারকার এটা প্রথম গোল।
টাইব্রেকারে আর্সেনালের রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, সেডরিক সোরেস, দাভিদ লুইস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং লক্ষ্যভেদ করেন। লিভারপুলের মোহাম্মদ সালাহ, ফাবিনিহো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স লক্ষ্যভেদ করেন; ক্রসবারে মেরে ব্যর্থ হন রিয়ান ব্রিউস্টার।