দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি ২০১৯-২০ মরশুমে বিশ্ব ফুটবলে সবচেয়ে উজ্জ্বলতম তারকা ছিলেন। এই ফুটবলার জার্মান ক্লাবটির হয়ে প্রথমবারের মতো ট্রেবলের স্বাদ পেয়েছেন। মরশুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি।
ফ্রেঞ্চ ম্যাগাজিন প্রথমবারের মতো করোনার কারণে ব্যালন ডি’অর পুরস্কার বাতিল ঘোষণা করেছে। তবে হাতে পুরস্কারটি না উঠলেও, লেভানদোভস্কি জানিয়েছেন, এবারের পুরস্কারটি তারই প্রাপ্য ছিল।
লেভানদোভস্কি বলেন, ‘আমরা এই মরশুমে যা যা জেতা সম্ভব, সবই জিতেছি। এরমধ্যে আমি প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি মনে করি, যদি কোনো ফুটবলারের অর্জন এতটা সমৃদ্ধশালী হয়, তবে তার অবশ্যই ব্যালন ডি’অর জেতা উচিত।’