দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার অনলাইন দাবা অলিম্পিয়াডে প্রথমবারের জন্যে বিজয়ী হয়ে ইতিহাস গড়ল ভারত। তবে ভারতের পাশাপাশি রাশিয়াকেও যৌথভাবে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হয়েছে। আসলে, ফাইনাল ম্যাচটি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে শেষ করা যায়নি, যার কারণে ভারত এবং রাশিয়াকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই জয়ের জন্যে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন, “দাবা অলিম্পিয়াড জয়ের জন্য আমাদের দাবা খেলোয়াড়দের অভিনন্দন। তাদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় প্রশংসনীয়। এই সাফল্য অবশ্যই অন্যান্য দাবা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আমি রাশিয়ান দলকে অভিনন্দন জানাতে চাই।”
করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক দাবা ফেডারেশন, প্রথমবারের মতো অনলাইন ফর্ম্যাটে অলিম্পিয়াড আয়োজন করেছিল। এই আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অধিনায়ক বিদিত গুজরাটি, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পি, ডি হারিকা, আর প্রাগানানন্দ, পি হরিকৃষ্ণ, নীহাল সারিন এবং দিব্যা দেশমুখ।
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে, ফিডের সভাপতি ভারত এবং রাশিয়া উভয় দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করে স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেন। দাবা অলিম্পিয়াড ইতিহাসে ভারত প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে, অন্যদিকে রাশিয়া এর আগেও বহুবার দাবা অলিম্পিয়াডে বিজয়ী হয়েছে।