দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফ্রি ট্রান্সফারের সুযোগ নেই, লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ২০২১ সালে। তার এক বছর আগে, অর্থাৎ ২০২০ সালের ১০ জুনের মধ্যে মেসি যদি ক্লাব ছাড়তে চাইতেন, তাহলে বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিত। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে মেসিকে নিতে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।
মেসি ও বার্সেলোনার মধ্যকার চুক্তি পরীক্ষা করে আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, মেসির চুক্তিতে একটি বাই আউট রিলিজ ক্লজ আছে এবং নিয়মানুযায়ী ক্লাবের অনুমতি ছাড়া যেতে চাইলে মেসিকে সেটা দিয়ে যেতে হবে।
লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতি বার্সেলোনাকে চাঙ্গা করে তুলেছে। কারণ তাদের চুক্তিতে সময়ের উল্লেখ নেই বলে সংবাদ মাধ্যম মারফতে জানা গেছে। বার্সা তাই বলছে, ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার সময় শেষ। অন্যদিকে মেসি ও তার আইনজীবীরা দাবি করছেন, চুক্তিতে আছে মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারবেন মেসি।