18 C
Kolkata
Friday, December 9, 2022
More

  সৌরভ টি-টোয়েন্টির জন্যে উপযুক্ত ছিলো না কোনোদিনই – জন বুকানন

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে অন্যতম, তার অধিনায়ত্বের ভক্ত নন এমন মানুষ শুধু ভারতীয় ক্রিকেটেই নয় বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া কঠিন। তবে সম্প্রতি প্রাক্তন কেকেআর কোচ জন বুকানন সৌরভের অধিনায়ত্ব নিয়ে এমন একটি বক্তব্য রেখেছেন যা ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি করেছে। প্রাক্তন এই অসি কোচ মনে করেন, সৌরভের খেলা বা অধিনায়কত্ব কোনোটাই টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত ছিলো না।

  প্রাক্তন ক্যাঙ্গারু কোচ বলেছেন, “আমার ধারণা একজন অধিনায়ক হিসাবে আপনাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী হতে হবে এবং আপনার খেলাও ছোট ফর্ম্যাটের উপযুক্ত হওয়া উচিত। এই কারণেই সেই সময় সৌরভের সাথে আমার এই নিয়ে কথা হয়েছিল। আমি বিশ্বাস করি সৌরভের খেলা কোনোদিনই টি-টোয়েন্টির উপযুক্ত ছিল না, এবং অধিনায়কের ভূমিকায় তো তিনি মোটেও ফিট ছিলেন না।”

  ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সৌরভ কেকেআর অধিনায়ক ছিলেন, কিন্তু এরপরই দ্বিতীয় সংস্করণের আগে বুকানন ‘মাল্টিপল ক্যাপ্টেন’ থিওরি নিয়ে আসেন, এবং সৌরভকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ২০০৯ মরশুমে ভরাডুবির পরে, ২০১০ আইপিএলের আগে কেকেআর বুকাননকে ছেঁটে ফেলেছিল।

  সেই সময় তার মাল্টিপল ক্যাপ্টেন থিওরি মুখ থুবড়ে পরলেও বুকানন এখনও এই ধারণায় বিশ্বাসী, এবং তিনি মনে করেন খেলার বিভিন্ন বিভাগের জন্যে আলাদা আলাদা অধিনায়ক নিযুক্ত করা একটি সঠিক সিদ্ধান্ত, বিশেষত টেস্ট ক্রিকেটে।

  তিনি বলেছেন, “আমি মনে করি একজন ব্যক্তির পক্ষে খেলার সমস্ত দিকগুলো বোঝা খুব কঠিন। আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং এখানেই প্রতিটি ব্যক্তির লিডার হওয়া দরকার।”

  বুকানান আরও বলেছেন, “আমি মনে করি কোন একজনের পক্ষে খেলার সমস্ত দিকে মনোনিবেশ করা খুব কঠিন। আজকাল, সমস্ত বোলাররা তাদের করা প্রতিটি বলের অধিনায়ক। অধিনায়ক বা কোচের পরামর্শ ছাড়াই সমস্ত ব্যাটসম্যানরা সিদ্ধান্ত নেয়। আমি মনে করি দলের শক্তি এর মধ্যেই নিহিত।”

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে , কতটা প্রভাব বঙ্গে ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় মান্দাস-র পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাহলে কি ফের ঝড়বৃষ্টির আশঙ্কা...

  হিমাচলে এগিয়ে পদ্ম , লড়াই দিচ্ছে কংগ্রেস ! বলছে সমীক্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন গত ১২ নভেম্বর সম্পন্ন হয়েছে। এরপর ৮ ডিসেম্বর তার ফলাফল...

  গুজরাটে মোদী সুনামি ! উত্থান আপের , বলছে বুথ ফেরত সমীক্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সপ্তমবারও বিজেপি সরকার। মোদী-শাহের রাজ্যে এবারও ক্লিন স্যুইপ পেতে চলেছে BJP। বুথফেরত সমীক্ষায় তেমনই...

  অঘটনের বিশ্বকাপে এশিয়ান ঝড় , রোনাল্ডোর দেশকে হারাল দক্ষিণ কোরিয়া

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পর্তুগাল: ১ (রিকার্ড হোর্তা) দক্ষিণ কোরিয়া: ২ (কিম ইয়ং গওন, হং...

  নজিরবিহীন ঘটনা , অশোকনগরে বৃদ্ধ দম্পতির ঘরে জন্ম নিল ফুটফুটে সন্তান

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : স্বামীর বয়স প্রায় ৭০ বছর আর তার স্ত্রীর বয়সও পঞ্চাশের বেশি। বৃদ্ধ এই দম্পতির...