29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিতে নারাজ আক্রম, জানালেন দর্শকদের খারাপ ব্যাবহার নিতে পারবেন না তিনি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ওয়াসিম আক্রম, আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ এবং মেন্টর হিসেবে দেখা গিয়েছিল তাকে। নাইট বাহিনীর প্লেয়ারদের সঙ্গে ছিল সুসম্পর্ক। সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয় আক্রমকে, কিন্তু সেই দায়িত্ব নিতে নারাজ তিনি। তার দেশের দর্শকদের প্রতি সন্তুষ্ট নন তিনি।

    ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এমনকি তার নেতৃত্বে ১৯৯৯ সালে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলেছে। তিনি একজন প্রথম সারির জনপ্রিয় ক্রিকেটার। একজন বিখ্যাত ফাস্ট বোলার। তবে তার এহেন সিদ্ধান্তের কারণ ও তিনি জানিয়েছেন।

    এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একটি দলের কোচ হলে বছরে ২০০ থেকে ২৫০ দিন কাজ করতে হয়। প্রচুর কাজ। আমার মনে হয় না পরিবারকে ছেড়ে এত দিন সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলের সকলের কাছে আমার মোবাইল নম্বর আছে। যে কোনও সময় আমার সঙ্গে কথা বলতে পারে ওরা।”

    আরও পড়ুন : ১৭৯ বছর এই বিরল পাখির দেখা মিলল বাংলায়

    এই অভিজ্ঞ ক্রিকেটার জাতীয় দলের দায়িত্ব না নেওয়ার কারণ হিসেবে আরও বলেছেন, “আমি বোকা নই। আমি দেখেছি কী ভাবে কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করে দর্শক। ক্রিকেটাররা খেলছে। কোচ তাদের সাহায্য করতে পারে। দল হারলে তাই কোচের দোষ বলে আমি মনে করি না।”

    তিনি আরও বলেন, “আমি এটাকে ভয় পাই। আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে এটা আমি মানতে পারব না। খেলার প্রতি মানুষের আবেগকে আমি সম্মান করি, কিন্তু তাদের খারাপ ব্যবহারকে নয়। অন্য কোনও দেশে এমন দেখিনি।”

    প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক, তিনিও একজন পাকিস্তানী বিখ্যাত ক্রিকেটার। পাশাপাশি বোলিং কোচ ওয়াকার ইউনুস ও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সেই জন্যই অভিভাবকহীন পাকিস্তানি জাতীয় দলের একজন কোচ, মেন্টরের ভীষণভাবে প্রয়োজন। যদিও এই মুহূর্তে সাকলাইন মুস্তাক, আব্দুল রজ্জাককে টি-২০ বিশ্বকাপের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
                                              লেখা – তানিয়া তুস সাবা

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...