দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত বছর বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সংক্ষিপ্ত সংস্করণের দুই সিরিজেই হেরেছিল পাকিস্তান। টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এবারের সফরে টেস্ট সিরিজে সেটা এড়ানো গেছে। তবে টি-টোয়েন্টিতে বাবর আজমের দলকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা।
আজ ভারতীয় সময় রাত ১০:৩০শে শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। এতে জয় পেলে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সমতা ফিরিয়ে সিরিজ শেষ করবে পাকিস্তান। টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় দশ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খুইয়েছে সফরকারীরা। লম্বা এই সফরে প্রাপ্তির খাতাটা তাদের শূন্য।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১৯৫ রান করার পরও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি পাকিস্তানের। ওল্ড ট্র্যাফোর্ডের ব্যাটিং উইকেটে ১৯৬ রানের লক্ষ্যটা ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ইংল্যান্ড।
পাকিস্তানকে ভুগিয়েছে মোহাম্মদ আমিরের ইনজুরিও। দুই ওভার বোলিংয়ের পর ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় আর আক্রমণে আসতে পারেননি এই অভিজ্ঞ পেসার। ম্যাচ শেষে দলের সেরা পেসারের অভাব বোধ করার কথা অকপটে স্বীকারও করেছেন বাবর।