দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তি চেন্নাই সুপার কিংস শিবিরে। গত সপ্তাহে চেন্নাই সুপার কিংসের দুইজন ক্রিকেটার সহ যে ১৩ সদস্যের করোনা টেস্ট রিপোর্ট পসিটিভ এসেছিলো, তাদের সাম্প্রতিকতম টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোমবার সিএসকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট হয়েছিল, যার রিপোর্ট আজ এসেছে।
এর আগে চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহার এবং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় সহ সাপোর্ট স্টাফের ১১ জন কর্মীকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, এরপরেই সুরেশ রায়না আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে ফিরে এসেছিলেন।
সিএসকে দলকে মাঠে নেমে অনুশীলন শুরুর আগে আরো এক দফায় করোনা টেস্ট দিতে হবে। সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরদের ৩ সেপ্টেম্বর আবার করোনা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। যদি সকলেই টেস্টে নেগেটিভ আসেন তবে চেন্নাই সুপার কিংসকে ৫ সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামার অনুমতি দেওয়া হবে।