দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বার্সেলোনা ছেড়ে সেভিয়াতে ফিরে গেলেন ইভান রাকিটিচ৷ মঙ্গলবার এক বিবৃতিতে রাকিটিচের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া।
চুক্তির আর্থিক মূল্য প্রায় সাড়ে ১০ মিলিয়ন ইউরো বলে জানা গেছে। তবে সেভিয়ার হয়ে নির্দিষ্ট সংখ্যক ম্যাচে মাঠে নামলে আরও ৩ মিলিয়ন ইউরো তিনি পাবেন। আর সেভিয়া যদি ইউরোপা লিগ জিততে পারে তাহলে যোগ হবে আরও ১ মিলিয়ন ইউরো। লা লিগা জিতলে বাড়তি ২ মিলিয়ন এবং চ্যাম্পিয়নস লিগ জিতলে যোগ হবে বাড়তি ৩ মিলিয়ন ইউরো। অর্থৎ ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের মূল্য দলের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে বাড়বে।
বার্সার সঙ্গে রাকিটিচের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। তবে নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর পুরনোদের অনেককে ছেঁটে ফেলেছেন। তার মধ্যে ছিলেন ক্রোয়েশিয়ান এই খেলোয়াড়ও। এরপরেই সেভিয়ায় সঙ্গে চূড়ান্ত কথাবার্তা এগোয় রাকিটিচের। গত মৌশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।